শেখ জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি:
দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে
র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আবিদ হাসান, শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শামিমা নাজরীন, শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফায়ার স্টেশন মাস্টার অফিসার তপন কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান, শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ,সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় রেজাউল করিমসহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন। সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতিতে অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ও স্বেচ্ছাসেবকরা।