বাগেরহাটে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১২ মার্চ, ২০২৫
-
৩৫
বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ সকাল এগারটায় বাগেরহাট সোসাইটি এবং লিটিল বার্ড কিন্ডার গার্ডেনের শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিশুরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে এ সময় অন্যান্যর মধ্য বক্তৃতা করেন, (অবঃ) প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি,(অবঃ) প্রধান শিক্ষক রবিন মুখার্জি,ভুট্টো, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম রবি,মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংবাদিক ইয়ামিন আলী এবং ফারুকুজ্জামান বাপ্পি প্রমুখ।বক্তারা দ্রুত শিশু আছিয়া ধর্ষণ মামলায় জড়িত সকল নরপশুদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তৃতা শেষ কোমলমতি শিশুরা নরপশু ধর্ষণকারী ফাঁসি চাই ফাঁসি চাই এই স্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা প্রেসক্লাব এলাকা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন