প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:০৮ পি.এম
শাল্লা উপজেলায় মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি
শংকর ঋষি, শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জাতীয় পরিচয় পএ পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনা বিরোদ্বে ১৩ ই মার্চ ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত শাল্লা উপজেলায় নির্বাচন অফিসার শাহ মোহাম্মদ এনামুল কবির নেতৃত্বে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। STAND EORNID SAVE NID PROTECT VOTERLISTEIYSUREDE DEMOCRACV এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার গন্য মান্য ব্যক্তিবর্গ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত