প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৫:২৫ পি.এম
২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুরে ২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুলসিভিল সার্জন কার্যালয়, শেরপুর, এর আয়োজনে বৃহস্প্রতিবার (১৩ মার্চ) সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন। তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ মার্চ শনিবার ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘‘এ” প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে (৬-১১) মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘‘এ” ক্যাাপসুলসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে ভিটামিন ‘‘এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকগন কাজ করবেন।সংবাদ সম্মেলনে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আহসান হাবিব হিমেল, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত