1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবে সেই ফয়সালা আল্লাহ করবেন : আমিরে জামাত নারায়ণগঞ্জ জেলা ডিসি অফিসে সকল রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন নরসিংদীর শিবপুরে সোনালী ব্যাংকের সুইপার মোবারকের দুই কোটি টাকার শেয়ার উত্তোলনে নিষেধাজ্ঞা তোমার মত পাতি নেতার মাস্তানীর ভয়ে আমি চুপ থাকবো না সুনামগঞ্জের শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাএ মৃশাল্লাত্যু  শাল্লা উপজেলায় যুব দলের যুগ্ম আহবায়ক  আলতাব  হোসেনের সংবাদ সম্মেলনে  এক দিনে তৈরি হয়নি সাবেক ছাত্র নেতা মোঃ রুবেল মুন্সী চৌদ্দগ্রাম এসএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ পরিবেশ নিশ্চিতে শিক্ষক বহিষ্কার এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহত রামপালে কথিত ডেভিল হান্টের অভিযোগে সাংবাদিক সুখময় কে গ্রেফতার, সমালোচনার ঝড় মুক্তির দাবী চৌদ্দগ্রাম কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড এবং ভেকু জব্দ

ঘুষকে বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম জেলাপ্রতিনিধি,শরীয়তপুর
সভা ডেকে রেজুলেশন করে ঘুষ দেওয়াকে বৈধতা দিয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। ঘুষের পরিমাণ নির্ধারণ করা সংক্রান্ত সভার রেজুলেশনের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গত ৬ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান স্বাক্ষরিত ভাইরাল হওয়া রেজুলেশনে দেখা যায়, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা ওইদিন দুপুর ২টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান। সভার শুরুতে অ্যাজেন্ডা ভিত্তিক আলোচনায় সকল সদস্য অংশ নেয় এবং নিম্ন বর্ণিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। সিদ্ধান্ত নম্বর ২: পেশকার/পিয়নকে সি, আর ফাইলিংয়ে ১০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত নম্বর ৩: যেকোনো দরখাস্তে জি, আর/সি, আর ১০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত নম্বর ৪: জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি ১০০ টাকার নিচে না এবং ২০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত নম্বর ৫: গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে ১০০ টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ ২০০ টাকা ও হলফনামায় ১০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এই রেজুলেশনের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষ এটাকে ঘুষকে অফিসিয়ালি বৈধতা দেওয়া হয়েছে বলে দাবি করেন। অথচ এই ঘুষ দেওয়া-নেওয়ার কোনো নিয়ম নেই।এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তাঁর ফেসবুকে শরীয়তপুর আইনজীবী সমিতির সভায় পাস হওয়া রেজুলেশনের অংশ বিশেষ পোস্ট করে সেখানে লেখেন, ‘ঘুষের সার্টিফিকেট দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।’পলাশ খান নামে একজন রেজুলেশনের অংশ বিশেষ ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘এখন আদালতে প্রকাশ্যে ঘুষ লেনদেন হবে বাহ্।’শাহিন আলম নামে এক ফেসবুক ব্যবহারকারী তাঁর আইডিতে শরীয়তপুর আইনজীবী সমিতির সভায় পাস হওয়া ওই রেজুলেশনের অংশ বিশেষ পোস্ট করে লেখেন, ‘অনিয়ম যখন দীর্ঘদিন ধরে চলে, তখন সেটা আইন হয়ে যায়। সেটার প্রমাণ এই মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তগুলো। আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম বলেন, ‘শরীয়তপুর কোর্ট কাচারিতে দীর্ঘদিন যাবৎ ঘুষ নেওয়ার রেওয়াজ চলে আসছে। কোর্টের কর্মচারীরা ইচ্ছেমতো যার থেকে যা পারছে আদায় করে নিচ্ছে। আমরা চাচ্ছি এটা বন্ধ হোক। যেহেতু এটা একবারে হুট করে বন্ধ করা যাবে না। তাই সভায় ঘুষের পরিমাণ সহনীয় পর্যায়ে নামিয়ে নির্দিষ্ট আকারে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে আমরা কেউ হয়রানির শিকার না হই। ভবিষ্যতে আমরা এই অনৈতিক লেনদেন পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেব।’শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন বলেন, ‘আইনজীবী সমিতি সভা ডেকে ঘুষের পরিমাণ নির্ধারণ করে এ ধরনের রেজুলেশন ভাইরাল করায় আমরা বিস্মিত হয়েছি। এটা নজিরবিহীন। ঘুষকে রেজুলেশন আকারে বৈধতা দেওয়া হয় এটা কোনো ইতিহাসে নাই। এটা করে তারা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ এবং খাটো করেছে। ৫ আগস্টের পরে এ ধরনের লেনদেন টোটালি বন্ধ হয়ে গেছে। আমাদের জজ স্যার, চিফ স্যার এ ব্যাপারে সোচ্চার রয়েছেন। কোনো ফাইল বা কোনো কাজ আটকে থাকছে না। সকল কাজ যথাসময়ে হয়ে যাচ্ছে। তাহলে কেন আমাদের স্টাফদের ঘুষের আওতায় আনা হলো আমি জানতে চাই।’উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ১৫টি পদের মধ্যে ১৫টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। জেলা বিএনপির সহ–সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুল হাসান সাধারণ সম্পাদক হন।শরীয়তপুর কোর্ট পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘আমি জানতে পেরেছি আইনজীবী সমিতি মিটিং করে ঘুষের রেট নির্ধারণ করেছে, এটা তাদের বিষয়। তারা এ বিষয়ে আমাকে এখনও কিছু জানায়নি। এ রকম যদি কেউ নিয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’বাংলাদেশ মানবাধিকার কমিশন, শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘এভাবে সভা ডেকে রেজুলেশন করে ঘুষের পরিমাণ নির্ধারণ করা বেআইনি। আমি এটা কখনোই সমর্থন করি না। আমি এর নিন্দা জানাই।’সুশাসনের জন্য নাগরিক-সুজনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল হাছান (মাসুম) বলেন, ‘শরীয়তপুর আইনজীবী সমিতি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এ সিদ্ধান্ত নেওয়ার তাদের কোনো এখতিয়ার নেই। এটা সম্পূর্ণ বেআইনি। আমি এর নিন্দা জানাই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট