রায়পুরে যুবকের গোপনাঙ্গ কর্তন করল গৃহবধু!
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
-
২৯
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
ধর্ষণের চেষ্টা করায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের আমজাদ আলী বেপারী বাড়ির বাবলু(৩০) নামে এক যুবকের গোপনাঙ্গ কর্তন করেছেন এক গৃহবধু।রোববার (১৫ মার্চ) রাতে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য চরপাতা গ্রামে এই ঘটনা ঘটে। বাবলু (৩০) একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।ভুক্তভোগী ওই নারীর ভাষ্য মতে, রাতে ছাগলের ঘরে ছাগল দেখতে যাওয়ার সময়, ঘর খালি থাকলে, কোন এক সময় বাবলু আমার ঘরের ভিতরে লুকিয়ে ছিলো। আমি দেখতে পাই নাই। আমি ঘরে আসলে বলে, ভাবী আপনিতো চলতে ফিরতে পারেন না, আমি আপনাকে ২ হাজার টাকা দিয়ে আপনাকে সাহায্য করতে চাই, আপনে নিয়ে নেন। এই কথা বলে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার কাছে থাকা ব্লেড দিয়ে আমি বাবলু লিঙ্গের আংশিক কেটে দেই। এতে বাবলু আহত হয়ে পালিয়ে যায়।রাতে ওই গৃহবধূ থানায় ধর্ষণ চেষ্টার মামলা করতে রায়পুর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে পরদিন যাওয়ার জন্যে বলে।জানা যায়, আত্মরক্ষার জন্য সবসময় একটি ব্লেড রাখতেন ভুক্তভোগী। ঐ ব্লেড দিয়েই বাবলুর গোপনাঙ্গ কর্তন করার কথা স্বীকার করে নেন।রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন