কুমিল্লা সদর দক্ষিণে সরকারি খাস জায়গায় নির্মিত শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
-
১২৮
বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ইয়াছিন, কুমিল্লা প্রতিনিধিঃ
গতকাল দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী বাজার নামক স্থানে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত এবং সরকারী খাস জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা এবং প্রায় শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক, কুমিল্লা মহোদয়ের নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।এসময় সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিবৃন্দ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন