মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপের খুটাখালী শ্মশান কালি মন্দিরের পূজা অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি সত্যানন্দ দত্ত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলার সদস্য সচিব দীপক কুমার সরদার আজ ১৯ মার্চ বুধবার সন্ধ্যায় শ্মশান কালি মন্দির পরিদর্শন ও কমিটির পক্ষ থেকে তাদেরকে সংর্বধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেনী মাধব বিশ্বাস, বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি, উলাউডোব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তপন মন্ডল, দাকোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুদাম মন্ডল, রাজু হাওলাদার,হাফিজুর শেখ, মোকলেছ তালুকদার,আল আমিন হোসেন রিংকু, কৌশলা রায়, ফাতেমা বেগম, আমিনুল হোসেন রনি , জয় বিশ্বাস প্রসেনজিৎ রায়, যুবদল নেতা সাব্বির শেখ,সোহাগ দাস, পাপ্পু সাহা, ফেরদাউস খান মনা, ইন্দ্রজি্ৎ মন্ডল,প্রমূখ।