শেরপুর জেলা ওলামা দলের উদ্যোগে মানববন্ধন, ইফতার ও দোয়া মাহফিল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
-
৩১
বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুরে ওলামা দলের আয়োজনে বুধবার ১৯ মার্চ বিকেলের দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অঙ্গনে জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল আয়োজনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে, সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেয়ানস্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতা প্রতিবাদে মানববন্ধন হয়েছে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন শেষকরে শেরপুর পৌর শহরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা ওলামা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং জুলাইএ বিপ্লবের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে।এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও ইফতার এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদ, দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম শহিদুল ইসলাম (ভিপি), জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, কাজী জুবায়ের ইবনে সালেহ, কাজী আবুজর আল-আমিন প্রমুখ সহ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ওলামা দলের প্রায় সকল নেতাকর্মী উপস্থিত থাকেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন