প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১০:৫১ এ.এম
লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ ধ্বংসের নতুন ষড়যন্ত্র ও চক্রান্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামায় 'লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকেরা। 'আন্দারি খালের উৎপত্তিস্থলে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন নিয়ে স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা' এমন অভিযোগ বাস্তবতা বিবর্জিত। অভিযোগে উল্লেখ করা হয়, ''সরই ইউনিয়নের আন্দারি খালের উৎপত্তিস্থলে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যেগে বিশাল রাবার ফ্যাক্টরী নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণ এর কৃষি, মৎস চাষ ও দৈনন্দিন প্রয়োজন পূরণের একমাত্র প্রাকৃতিক উৎস আন্দারী খালের পানি দূষণের আশঙ্কা রয়েছে।"মিথ্যা ও মনগড়া এই আবেদনের সূত্র ধরে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় রিপোর্টও প্রকাশ করে। এদিকে লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ কর্তৃপক্ষ অভিযোগটি ভিত্তিহীন দাবি করলে সাংবাদিকরা সরেজমিন গিয়ে অনুসন্ধানে করে সেখানে রাবার প্রসেসিং প্রযুক্তি স্থাপনের কোনো নজির দেখতে পান নাই। সরেজমিন ঘুরে আসা কয়েকজন সাংবাদিক জানান, সেখানে লামা রাবার ইন্ডাস্ট্রি লিঃ এর নতুন পুরাতন কয়েকটি নার্সারি ব্যাতিত অনিয়মতান্ত্রিক অন্য কিছু দেখতে পাওয়া যায় নাই। এছাড়াও ওই এলাকার কয়েক কিলোমিটারে মধ্যে কোনো জনগোষ্ঠীর বসবাসও নেই। চারদিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের বিশাল বিস্তৃত এরিয়া রয়েছে। স্থানীয়দের নাম ভাঙিয়ে অভিযোগে যে ঝিরির উৎসস্থল ও বাসিন্দাদের পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে; সাংবাদিকদের অনুসন্ধানে তার উল্টোচিত্র প্রকাশ পেয়েছে। মূলত: অভিযোগে উল্লেখিত পরিবেশ ধ্বংস করে চলছে কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকেরা। অপরদিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিবেশী সরই লম্বা খোলা ও রহমত খোলার অনেকেই অভিযোগ করেন যে,'লামা কোয়ান্টাম ফাউন্ডেশন বিগত তিন দশকে অনেকগুলো পাহাড়ের প্রাকৃতিক অবয়ব নষ্ট করেছে। এখনো তারা মেশিন লাগিয়ে দেদারছে পাহাড় কাটছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষা সেবার আড়ালে তারা লামা সরই ও গজালিয়া ইউনিয়ন নিয়ে হাজার হাজার একর পাহাড় দখলে নেয়। এর ফলে বেশ কিছু উপজাতি ত্রিপুরা ও মুরুং জুমিয়া পরিবার সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন।কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকদের মনগড়া কর্মকান্ডে ঝিরি ছড়া নালায় পানির প্রবাহ বাঁধাগ্রস্ত, এমন কি ভরাট হয়ে গেছে ছড়া ঝিরির পানির প্রাকৃতিক উৎস। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত আওয়ামী স্বৈরচার আমলে, শুধু রাষ্টের নামিদামী কিছু আমলারা কোয়ান্টায়ন এরিয়ায় এসে বিনোদনে ম্যানেজ আর কালো যাদুর প্রভাবে মনগড়া কাজ করেছে। স্থানীয়রা আরো জানায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের টাকার কাছে স্থানীয়রা সাময়িক ম্যানেজ হলেও সকল বেআইনি কাজে সরকারি বিভিন্ন মহলও ম্যানেজ হয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত