খুলনায় ৮২ হাজার জাল টাকাসহ যুবক আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২২ মার্চ, ২০২৫
-
৩৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
৮২ হাজার জাল টাকাসহ মো. সজিব আলী (১৭) নামে এক যুবককে আটক করেছে খানজাহান আলী থানার আটরা-আফিলগেট পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃত সজিব যশোর জেলার কোতোয়ালি থানার ভগবতিতলা এলাকায় মো. মোজাহার মোল্লা ছেলে। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন খুলনা গেজেটকে বলেন, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির এসআই অয়ন তীর্থ পাইক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ডিউটি পালনকালে খুলনা-যশোর মহাসড়কের আটরা-আফিলগেট পুলিশ চেকপোষ্টে চেকিংকালে ৮২ হাজার (১৬৪ পিচ ৫০০ টাকার নোট) জাল টাকাসহ মো. সজিব আলী (১৭) কে আটক করে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট-এ একটি মামলা হয়েছে। মামলা নং ৩। তাং ২০/৩/২০২৫।
আটককৃত যুবককে বৃহস্পতিবার (২০ মার্চ) কোর্টে চালান দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন