প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৮:৪৬ এ.এম
নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা স্থানীয় জনতার হাতে, আটক ১
মোঃ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান:
পার্বত্য বান্দরবান জেলারনাইক্ষংছড়ি উপজেলার পাহাড়ি জনপদ বাইশারীতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বাইশারী ইউনিয়নস্থ ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরি নামক এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।জানা যায়, গৃহবধূ তৈয়বা বেগম (৫০) বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড মগের ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক বলেন, বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি নামক এলাকায় এক গৃহবধূকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার খবর পেয়েছি।এ খবরে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে তা পুলিশ ঘটনাস্থলে গেলে জানা যাবে।সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে ফারুক নামের এক যুবককে আজ সকালে আটক করেছে স্থানীয় জনতা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত