রামপাল-মোংলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামীম
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
-
২৬
বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম। গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি,ঈদ মানে আনন্দ , সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক।কৃষিবিদ শামীম আরো বলেন, ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে। চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় সকল রামপাল – মোংলা বাসি কে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন