প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১:১৬ পি.এম
কর্মরত সাংবাদিকদের জন্য ক্রাইম রিপোর্ট লেখার নিয়ম
তালাত মাহমুদ, নরসিংদী
ক্রাইম রিপোর্ট হলো সাংবাদিকতার এমন একটি ধরন যেখানে রিপোর্টার কোন একটি বিষয়ে গভীরভাবে তদন্ত করে রিপোর্ট তৈরি করেন। বিভিন্ন বিষয়ে ক্রাইম রিপোর্ট হতে পারে। যেমন – দুর্নীতি, অপরাধ, খুন, কর্পোরেট বিভিন্ন ভুল-ভ্রান্তি, অনিয়ম প্রভৃতি।ক্রাইমে রিপোর্ট লেখার নিয়মসমূহ নিম্নে তুলে ধরা হলো---
১. ক্রাইমে রিপোর্ট উল্টো পিরামিড কাঠামো তে লিখতে হবে। অর্থাৎ, প্রথমে মূল তথ্য সংবাদ সূচনায় দিতে হবে। এরপর গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। এরপর পর্যায়ক্রমে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে।
২. রিপোর্ট হতে হবে সুষ্পষ্ট, সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। এমনও হতে পারে সংবাদ সংগ্রহ ও তৈরি করতে সময় লেগেছে অনেক কিন্তু সে তথ্য বর্ণনা করতে হয়েছে মাত্র এক কলামে।
৩. ক্রাইম রিপোর্ট Straight Jacket পদ্ধতিতে লিখতে হবে। এখানে লেখাকে অতিরঞ্জিত করা যাবে না। লেখার স্টাইল হবে সোজাসুজি।
৪. রিপোর্টে রিপোর্টারের ব্যক্তিগত মতামত দেয়া যাবে না। রিপোর্টার সরাসরি কাউকে দোষারোপও করতে পারবেন না। রিপোর্টার শুধু মানুষের সৃষ্ট অনিয়ম ও ভুলত্রুটিগুলো তুলে ধরবেন।
৫. সংবাদ গল্পে এমন কিছু লেখা যাবে না যাতে করে রিপোর্টারকে মানহানির মামলার সম্মুখীন হতে হয়। করো ভুলভ্রান্তি তুলে ধরতে গিয়ে যাতে অপলেখ বা Libel না হয় রিপোর্টারকে সে জন্য সংবাদ লেখার সময় অধিক যত্নবান হতে হবে।
৬. রিপোর্টে পরিসংখ্যানে প্রাপ্ত তথ্য উল্লেখ করতে হলে অবশ্যই সঠিক তথ্যটিই উল্লেখ করতে হবে। কোন ভাবে ভুল অথবা আংশিক সত্য তথ্য দেওয়া যাবে না।
৭. রিপোর্ট যদি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় । অর্থ্যাৎ, যদি রিপোর্টটি বিভিন্ন পর্বে ভাগ হয়ে থাকে, তবে পর্বগুলো এমনভাবে সাজানো উচিত যাতে করে পাঠক একটি পর্ব পড়ে বাকি পর্বগুলোও পড়তে আগ্রহী হয়।
৮. ক্রাইম রিপোর্ট হলো যুক্তিনির্ভর সংবাদ। তাই এখানে আবেগ দিয়ে কোন কাজ হবে না। রিপোর্টার যুক্তির মাধ্যমে তার মতামত প্রতিষ্ঠা করবেন। কর্মরত সাংবাদিকদের জন্য ক্রাইম রিপোর্ট লেখার নিয়ম।
ইউবি টিভি ডেস্কঃ ক্রাইম রিপোর্ট হলো সাংবাদিকতার এমন একটি ধরন যেখানে রিপোর্টার কোন একটি বিষয়ে গভীরভাবে তদন্ত করে রিপোর্ট তৈরি করেন। বিভিন্ন বিষয়ে ক্রাইম রিপোর্ট হতে পারে। যেমন – দুর্নীতি, অপরাধ, খুন, কর্পোরেট বিভিন্ন ভুল-ভ্রান্তি, অনিয়ম প্রভৃতি।
ক্রাইমে রিপোর্ট লেখার নিয়মসমূহ নিম্নে তুলে ধরা হলো---
১. ক্রাইমে রিপোর্ট উল্টো পিরামিড কাঠামো তে লিখতে হবে। অর্থাৎ, প্রথমে মূল তথ্য সংবাদ সূচনায় দিতে হবে। এরপর গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। এরপর পর্যায়ক্রমে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে।
২. রিপোর্ট হতে হবে সুষ্পষ্ট, সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। এমনও হতে পারে সংবাদ সংগ্রহ ও তৈরি করতে সময় লেগেছে অনেক কিন্তু সে তথ্য বর্ণনা করতে হয়েছে মাত্র এক কলামে।
৩. ক্রাইম রিপোর্ট Straight Jacket পদ্ধতিতে লিখতে হবে। এখানে লেখাকে অতিরঞ্জিত করা যাবে না। লেখার স্টাইল হবে সোজাসুজি।
৪. রিপোর্টে রিপোর্টারের ব্যক্তিগত মতামত দেয়া যাবে না। রিপোর্টার সরাসরি কাউকে দোষারোপও করতে পারবেন না। রিপোর্টার শুধু মানুষের সৃষ্ট অনিয়ম ও ভুলত্রুটিগুলো তুলে ধরবেন।
৫. সংবাদ গল্পে এমন কিছু লেখা যাবে না যাতে করে রিপোর্টারকে মানহানির মামলার সম্মুখীন হতে হয়। করো ভুলভ্রান্তি তুলে ধরতে গিয়ে যাতে অপলেখ বা Libel না হয় রিপোর্টারকে সে জন্য সংবাদ লেখার সময় অধিক যত্নবান হতে হবে।
৬. রিপোর্টে পরিসংখ্যানে প্রাপ্ত তথ্য উল্লেখ করতে হলে অবশ্যই সঠিক তথ্যটিই উল্লেখ করতে হবে। কোন ভাবে ভুল অথবা আংশিক সত্য তথ্য দেওয়া যাবে না।
৭. রিপোর্ট যদি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় । অর্থ্যাৎ, যদি রিপোর্টটি বিভিন্ন পর্বে ভাগ হয়ে থাকে, তবে পর্বগুলো এমনভাবে সাজানো উচিত যাতে করে পাঠক একটি পর্ব পড়ে বাকি পর্বগুলোও পড়তে আগ্রহী হয়।
৮. ক্রাইম রিপোর্ট হলো যুক্তিনির্ভর সংবাদ। তাই এখানে আবেগ দিয়ে কোন কাজ হবে না। রিপোর্টার যুক্তির মাধ্যমে তার মতামত প্রতিষ্ঠা করবেন।
সংগ্ৰহিত তথ্য: তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত