1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝালকাঠির রাজাপুরে গুম-খুনের ঘটনায় তদন্ত শুরু করলো গুম-খুন কমিশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিজলা উপজেলায় খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু খুলনার দাকোপে তরমুজ মৌসুমে নদীর পানি শুকিয়ে যাওয়ায় চলছে খাল দখলের মহা-উৎসব নরসিংদীর শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় নরসিংদীর শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় খুলনায় বাংলাদেশে মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবে সেই ফয়সালা আল্লাহ করবেন : আমিরে জামাত নারায়ণগঞ্জ জেলা ডিসি অফিসে সকল রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন নরসিংদীর শিবপুরে সোনালী ব্যাংকের সুইপার মোবারকের দুই কোটি টাকার শেয়ার উত্তোলনে নিষেধাজ্ঞা

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে: বকুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বিএনপি জাতীয নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে আমরা অর্ন্তবর্তীকালিন সরকার পেয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে আমরা অর্ন্তবরতীকালিন সরকার পেয়েছি। অর্ন্তবরতীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করবো না। বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বকুল আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। তিনি বলেন, বিএনপির ঐক্যবিনষ্ট করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। সকলকে ওই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে অবশ্যই তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সবার আগে বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন করীব, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, অঅবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুলসহ বিভিন্ন ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ কনসার্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিলো। ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ বস্ত্র বিতরণ: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল গত তিনদিন ব্যস্ত সময় পার করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদেও খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও নগদ টাকা বিতরণ করেছেন। এসময় মহানগর বিএনপি, খালিশপুর দৌলতপুর খানজাহান আলী থানার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এড. শফিকুল আলম মনা: পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে খুলনা সার্কিচ হাউস ময়দানের ঈদগাহে। পরে তিনি উপস্থিত নেতাকর্মী, সুশীল সমাজের সাথে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তার বাসভবনে আগত নেতাকর্মীদের সাথে ব্যস্ত সময় পার করেন। শফিকুল আলম তুহিন: স্থানীয় সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজ আদায় করেন। পরে উপস্থিত নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন দুপুরে তার বাসভনে দলীয় নেতাকর্মীদের জন্য মধ্যহ্নভোজের আযোজন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট