প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:১২ পি.এম
ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীর অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধিঃ
জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ স্নানে অংশগ্রহণ করেন হাজারো নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশু।শেরপুর-জামালপুরের পরিত্যাক্ত পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ উপলক্ষে জনসমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেরপুর, জামালপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও অর্ঘ্য প্রদান করেন। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে ঐতিহ্যবাহী অষ্টমী মেলা। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ স্নানোৎসব এবং অষ্টমী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত