প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:১৫ পি.এম
সাজ্জাদ হত্যা মামলার আসামী গ্রেফতারঃ
মোঃ আনোয়ার হোসেন প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে ২০২৪ সালের ২১ আগস্ট সংঘটিত আলোচিত সাজ্জাদ হোসেন (৩২) হত্যা মামলারএক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।র্যাব-১৪ জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া নামাপাড়া এলাকার হাবেজ আলীর ছেলে।মামলার বাদী নিহতের স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার (২৮) জানান, পূর্ব বিরোধের জেরে ২১ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে আসামীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী সাজ্জাদ হোসেনকে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর জখম হন। শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় ২২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে, ৪ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫ মিনিটে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল শেরপুর সদর থানার আতিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত