প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১:৫০ পি.এম
গাজায় গণহত্যার প্রতিবাদে শিবচরে বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি
শেখ জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি
গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল।মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদল নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন এবং ইসরাইলি হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে বক্তারা বলেন, “গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়ের চরম লঙ্ঘন। নারী-শিশুদের ওপর নিষ্ঠুরভাবে বোমা বর্ষণ বন্ধ করতে হবে। বিশ্বের বিবেককে এখনই জাগ্রত হতে হবে।”অবস্থান কর্মসূচিতে সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক আকিব খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত