৪ নং কুতুবপুর প্রাইমারি ও হাই স্কুল মাঠে মেয়ে ফুটবলারদের মাঝে জার্সি বিতরণ করলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
-
১৮
বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি
নারী ফুটবলের অগ্রযাত্রায় মাদারীপুরের শিবচর উপজেলার ৪ নং কুতুবপুরে যোগ হলো নতুন এক অনুপ্রেরণার অধ্যায়। কুতুবপুর প্রাইমারি ও হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মেয়ে ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। খেলোয়াড়রা জানান, এই সহানুভূতিশীল পদক্ষেপ তাদেরকে খেলাধুলায় আরও মনোযোগী করে তুলবে।সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,”নারী ফুটবলারদের পাশে থাকাটা আমার দায়িত্ব। আমি চাই শিবচরের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একদিন সুনাম বয়ে আনুক।”এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।প্রতীক মনে করে নারী উন্নয়নে ক্রীড়া চর্চা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।খেলাধুলা হোক নারী জাগরণের হাতিয়ার।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন