চিকিৎসা ও সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অপরিসীম
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
-
২৩
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি
মেডিকেল টেকনোলজিস্ট ভাইদের পেশাগত মান উন্নত এবং তাদের কর্মক্ষেত্র সুযোগ সুবিধা বৃদ্ধি সহ সার্বিক নানান বিষয় নিয়ে বগুড়া জেলা সদর হাসপাতাল মোহাম্মদ আলী হাসপাতালে আর.এম.ও (RMO) ডাঃ রাশেদুল ইসলাম রনি স্যারের সাথে আলাপ-আলোচনা করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (BMTA) এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (M-Tab) বগুড়া জেলার নেতৃবৃন্দরা।সেই সময় ডাঃ রাশেদুল ইসলাম রনি স্যার বলেন, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে ও সঠিক রোগ নির্ণয়ে হাসপাতালের প্রত্যেকটা বিভাগে (প্যাথলজি, রেডিওলজি, ব্লাড ব্যাংক, ফিজিওথেরাপি, হিস্টোপ্যাথলজি, ক্লিনিক্যাল প্যাথলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ইত্যাদি) মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব অপরিসীহীম।কারণ একটা রুগীর প্রথমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তাদের ভূমিকায় গুরুত্বপূর্ণ। তাদের রিপোর্টের উপর একটা রোগীর চিকিৎসা পত্র ব্যবস্থা নির্ভর করে। তাই মেডিকেল টেকনোলজিস্টদের কে কখনো ছোট করে দেখার কিছু নেই স্বাস্থ্য খাতে।উক্ত আলোচনা সভাই BMTA ও M-Tab বগুড়া জেলা প্রতিনিধির পক্ষ থেকে উপস্থিত ছিলেন BMTA ও M-Tab বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা, টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, ডেন্টাল পরিষদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও এম-ট্যাবের দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, ডেন্টাল পরিষদের দপ্তর সম্পাদক নাহিদ, এম-ট্যাবের এর অন্যতম সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মেহেদী হাসান, আব্দুর রশিদ সহ মোহাম্মদ আলী হাসপাতালের বিভিন্ন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট ভাইয়েরা।।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন