প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১২:৪৮ পি.এম
ভুয়া সাংবাদিকতার প্রভাব খাটিয়ে ঈদগাহ মাঠ ও মসজিদ কমিটির কাছে চাঁদা দাবি করায় মানববন্ধন
মোঃ হাবিবুল্লাহ শেরপুর ঝিনাইগাতী প্রতিনিধি।
শেরপুর জেলার শেরপুর সদর পাকুড়িয়া ইউনিয়নের গনোই ভরুয়া পাড়ার (মান্দাখালি) গ্রামের মান্দাখালি জামে মসজিদ ও মান্দাখালি ঈদগাহ মাঠ কমিটির কাছ থেকে ভুয়া সাংবাদিকতার প্রভাব খাটিয়ে মাদক ও চোরাকারবারি ভুঁইফোঁড় সাংবাদিক নোমান দীর্ঘদিন যাবত বিভিন্ন মসজিদ মাদ্রাসার কাজ চলমান থাকায় সেখানে গিয়ে ফাফুর মেরে নানা রকম কাজের সমস্যার কথা বলে, মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটি সভাপতি মোঃ রবিউল ইসলাম চান,সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবুল হাসেম,ক্যশিয়ার দানোর কাছে ৫,০০০০০ টাকা চাঁদা দাবি করে এমন কি হুমকি দিয়েছে, যদি চাঁদা না দেয় তার নামে পত্রিকায় মিথ্যা নিউজ করে দিবে শেরপুর শহরের বড, বড ব্যবসায়িদের নিয়ে তার নিজের ফেসবুক পেইজে লেখালেখি করে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। এলাকাবাসীর কাছে হেয়ো পতিপন্ন করবে, এই বিষয়ে দানো সহ এলাকা বাসি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলিরা মানববন্ধন উপস্থিতিদের সাথে কথা হলে সত্যতা স্বীকার করে বলেন এই ভুঁইফোঁড় সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো, শেরপুর প্রেস ক্লাব সহ সাংবাদিক মহলের কাছে অনুরুধ এই সকল চাঁদাবাজ নামধারী সন্ত্রাসী ভুঁইফোঁড় সাংবাদিক কিভাবে কার্ড করে এই পেশা কে কুলষিত করছে? আপনাদের কাছে দাবি এই যেনো সাংবাদিকতা না করতে পারে আপনারা এই মাদক কারবারি ভুঁইফোঁড় সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।আমরা পাকুড়িয়া ইউনিয়নের গনোই ভরুয়া পাড়া (মান্দাখালি) গ্রামের লোকজনের সাথে মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ মাঠ কমিটির সাথে কথা বলেছি, এই ভুঁইফোঁড় সাংবাদিক নোমানের বিরুদ্ধে আমরা দূত থানায় মামলা করবো, প্রশাসনের কাছে দাবি আমাদের কাছে এই ভুঁইফোড় সাংবাদিক চাঁদা দাবি করে আসিতেছে দূত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন এটা এলাকাবাসীর দাবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত