হিজলায় জোড়পূবর্ক বিরোধীয় জমি দখলের চেষ্টা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
-
৪৩
বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় বিরোধীয় জমি জোড়পূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার বাদী আয়েশা বেগম দাবী করেন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গৌবিন্দপুর মৌজার ৩৫০ নং খতিয়ানের ৪৪৫ নং দাগের ২০ শতাংশ বিরোধীয় সম্পত্তি রয়েছে।প্রতিপক্ষ মোঃ আবু বক্কর হাওলাদার ও তার ওয়ারিশরা নিজেদের জমি দাবী করে হিজলা সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন।পরে সেনা ক্যাম্পের হস্তক্ষেপে স্থানীয় সালিশ ও সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ নিধারন করে একটি নকশা প্রনয়ন করেন। আমরা সে জমিতে বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছি।গত ৯ ই মার্চ আবু বক্কর হাওলাদার তার লোকজন নিয়ে তাদের দখলীয় জমিতে হামলা লুটপাট ভাংচুর চালায়।তখন বাধা সৃষ্টি করলে তাদের উপর হামলা চালায়।এ ঘটনায় আয়েশা বেগম বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন।আয়েশা বেগম জানান মামলার কারনে আবু বক্কর হাওলাদার ও তার লোকজন আমাকে নানান রকমের হুমকি ধমকি দিয়ে আসছে।এ ঘটনার সত্যতা স্কীকার করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন হামলা ভাংচুরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে।বাদীকে কেউ যদি ভয়ভীতি প্রদর্শন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন