বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হলো গন-ইফতার ও দোয়া মাহফিল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৩ মার্চ, ২০২৫
-
৩০
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার :-
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ২১ মার্চ শুক্রবার বিকেল ৪টায় চৌদ্দগ্রাম বোর্ড অফিসের হল রুমে তাদের এই গন ইফতারের আয়োজন করে হয়েছে।বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে হাসপাতালে ভর্তি মুমূর্ষু রুগী ও স্বজনদের সহ পথচারীদের ইফতার বিতরণ এবং সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি এস এন রাসেল বলেন, সাংবাদিক এবং বন্ধু প্রতিম সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একসাথে ইফতারের আয়োজনের একটাই লক্ষ্য যেনো দেশের সংকটে এবং সংগ্রামে রাষ্ট্রের কার্যত সংস্কারের একসাথে কাজ করে যেতে পারি এবং দেশের জনগণের সেবা করে যেতে পারি। বিগত ১৫/১৬বছরেও যেটা আমরা দেখতে পাইনি সেটা আমরা এইবার করে দেখাতে পারি। আমাদের একতাবদ্ধই আমাদের রাষ্ট্র সংস্কারের মূল চালিকাশক্তি। এর বাস্তব উদাহরণ হলো জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি। এস এন রাসেল আরো বলেন, চৌদ্দগ্রাম ভ্রাতৃত্বের বন্ধনে থেকে সকলকে এক সাথে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য জনগণের সেবা করা। তাই মতাদর্শের বাহিরে ও মানুষ হিসাবে বা বন্ধু প্রতিম সংগঠনের সাথে কাধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। স্বৈরাচারী ফ্যাসিস্টদের এই দেশ থেকে যেভাবে আমরা উৎখাত করেছি একসঙ্গে। তদ্রূপ একসাথে কাজ করে এই রাষ্ট্রসংস্কার সঠিকভাবে করা সম্ভব।প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী -সিনিয়র সহ-সভাপতি জেলা গণঅধিকার পরিষদ, বিশেষ অতিথি বিল্লাল হোসেন দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা। বিশেষ অতিথি শাহ ওয়ালিউল্লাহ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা কেন্দ্রীয় কমিটি, সাইফ জিদনি সাবেক সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর,
সঞ্চালনায় মাহমুদুল সিফাত সিনিয়র সহ সভাপতি ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা,মো: শরিফুল হক, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম উপজেলা শাখা। মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা, আরো চৌদ্দগ্রাম ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোসাদ্দেক হিমন, তারেক আহমেদ , নিশান চৌধুরী , মো:হিমু, শামীম ফয়সাল।চৌদ্দগ্রামের আরো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফরিদ খান, মাযহারুল, আবির চৌধুরী, অনিক খান, মাসুম, ফাহিম ও মাওলানা ইকবাল সাহেদী।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন