বিএনপি নেতাকর্মীর বলিদান বৃথা যাবে না : মোশারফ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। বহু নেতাকর্মী গুম-খুনের শিকার, অনেকে পঙ্গু হয়েছে। তাদের এই বলিদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল থাকতে হবে।শনিবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বাসস্ট্যান্ডে মুগ্ধ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। এদিন শহরজুড়ে আনন্দ মিছিল ও নেতাকর্মীদের উল্লাস করতে দেখা গেছে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।বশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সহ-সভাপতি বজলুল করিম টোটন, শরিফুল ইসলাম মুক্তা, মোখলেছুর রহমান, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল আমিন সরকার, ফয়সাল রহমান শুভ, ওহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহী, সহ সাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম চঞ্চল, সোহানুর রহমান, রাজু আহমেদ।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, জাহাঙ্গীর আলম সবুজ, গোলাপ হোসেন, মহিলাদল নেত্রী রেশমা আরা সাথী, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, সাদিকুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন