বরিশাল বিভাগের বাকেরগঞ্জ এবং বাউফল উপজেলার জিও ব্যাগ এবং ব্লক বানানোর দুর্নীতির শেষ কোথায় দেখার কি কেউ নেই???
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //
বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরগন যেন দুর্নীতির আখরায় পরিনত হয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত সকল তথ্য প্রমাণিত এবং বেড়িয়ে আসলো থলের বিড়াল। বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের ৬ নং প্রজেক্টের কন্ট্রাক্টর কক্সবাজারের তারা ব্লক বানানোর জন্য নাকি নোয়াখালী থেকে বালু এনেছে এবং সেই বালুর অর্ধেক মাটি মিশ্রিত বালু যার প্রজেক্টের কাজ বন্ধ আজ প্রায় ১৫দিন যাবত।সেনের বাজার থেকে দুর্গাপাশা পর্যন্ত কাজ করে আসছে ৬নং প্রজেক্টের কন্ট্রাক্টর (কক্সবাজারের) তারা মাটি মিশ্রিত বালু এনে প্রজেক্টে অনলোড করলে নিউজ করার পারে কাজ বন্ধ রয়েছে এবং আমাকে প্রজেক্টের কন্ট্রাক্টর (কক্সবাজারের) ম্যানেজার, মালিক বলেছে এই বালু ভালো নয় তাই যাদের থেকে বালু এনেছে বলেছে নোয়াখালী থেকে বালু এনেছে তারপর কাজ বন্ধ রয়েছে এখনো কাজ শুরু করতে পারেনি পরবর্তীতে বাউফল উপজেলার ধুলিয়ার মঠবাড়িয়া থেকে ৭০০০সিএফটি এক জাহাজ বালু এনেছে এবং সেই বালুর সাথে আজ ২৭-০৪-২০২৫ইং তারিখ আগের মাটি মিশ্রিত বালুর সাথে মিশ্রণ করেছেন ৬নং প্রজেক্টের কন্ট্রাক্টর (কক্সবাজারের) এবং ম্যানেজার এই ধরনের অপকর্ম চালিয়ে আসছেন।আজকের ২৭-০৪-২০২৫খ্রী সকাল থেকে ভেকু মেশিন দ্বারা বালু ছড়িয়ে সেই মাটি মিশ্রিত বালু মিক্স করেছে ৬নং প্রজেক্টের কন্ট্রাক্টর, ম্যানেজার এবং এই ধরনের অপকর্ম যে করেছেন তার প্রমাণিত করতে সক্ষম হয়েছি এবং ভেকু চালকও একই কথা বলেছেন যে বালু দুই হাত নিচে মাটি মিশ্রিত বালু এবং নতুন যে বালু সেগুলো উপরে দিয়ে রেখেছে এবং আজকের বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করেছে এবং ল্যাবে পরীক্ষা করার ব্লক আলাদা করে বানিয়ে আলাদা করে আজকের পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারগন স্বাক্ষর করে রেখে চলে গিয়েছে।সেনের বাজারে থেকে দুর্গাপাশা পর্যন্ত যে ব্লক ল্যাব টেষ্ট করা হয়েছে এবং সেগুলোর মধ্যে স্বাক্ষর করে রেখে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারগন এবং এই কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য লোকজন এর সাথে কত লক্ষ টাকার লেখা হয়েছে যে তারা বাছাইকৃত কয়েকটি ব্লক বস্তা দিয়ে ঢেকে সড়কের পাশে সাইড করে রেখেছে তাই এই ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা সহ যত ব্লক বানিয়েছে সক ব্লকই ল্যাব টেষ্ট করতে হবে এবং এই মাটি মিশ্রিত বালু নিচে ফেলে উপরে ভালো বালু দিয়ে ঢেকে রেখেছে এবং সেগুলো দিয়েই কন্ট্রাক্টর এবং বরিশাল পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন মোঃ জাভেদ ইকবাল মহোদয় সহ ঢাকা পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সচিব মহোদয় এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ এবং আমি প্রমাণিত করে দিবো যে নিচের বালু বের করে দেখাতে সক্ষম হবো সামাজিক কয়েকজন স্থানীয় লোকজন এর সার্থ হাসিলের জন্য এই ধরনের প্রতারণা জালিয়াতির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সহ সকলের মুখোশ উন্মোচন করে দেখিয়ে দিবো যে পানি উন্নয়ন বোর্ডের নদী ভাংগন রোধে যে প্রজেক্টের কন্ট্রাক্টর সবাই এই ধরনের অপকর্ম চালিয়ে আসছেন এবং এদের পিছনে কে বা কারা জড়িত। এবং আমি এর আগেও আমি নিউজ করেছি সেটার লিংকও আমি সকল অপকর্ম বের করে দিবো এবং দুর্গাপাশ ইউনিয়ন বি এন পির নেতাকর্মীগন এইসব দুর্নীতি নিয়ে মিটিং করেছেন এবং বলেছেন নদী ভাংগন রোধে কাজ কোন প্রকার দুর্নীতি দুর্গাপাশার কোন লোকজন মেনে নিবে না বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। (চলবে)
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন