চৌদ্দগ্রাম কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড এবং ভেকু জব্দ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর করার জন্য চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় অদ্য ২ ৮/০৪/২০২৫ তারিখ চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভায় অবস্থিত শ্রীপুর এলাকায় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জনাব জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।ভেকু মেশিন দিয়ে পৌরসভার শ্রীপুর এলাকায় কৃষিজমির মাটি কাটা হচ্ছে এবং এতে পার্শ্ববর্তী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে উক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছে এবং এতে পার্শ্ববর্তী অন্যান্য জমিরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ঘটনাস্থলে একটি ভেকুসহ মাটি কাটার সাথে জড়িত একজনকে পাওয়া যায়৷ঘটনাস্থলে মাটিকাটার সাথে জড়িত ০১ জন ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলের মাটি কাটায় ব্যবহারকৃত ভেকু জব্দ করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন