তোমার মত পাতি নেতার মাস্তানীর ভয়ে আমি চুপ থাকবো না
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।
তোমার মত পাতি নেতার মাস্তানীর ভয়ে আমি চুপ থাকবো না। লুটপাট করলে আমি সমালোচনা করবো-ই এটাই আমার বাকস্বাধীনতা। গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনার অধিকার দেয়ইন ষ্ট্রের সর্বোচ্চ আইন তথা সংবিধান। বাক্স্বাধীনতা,কথা বলার অধিকার ও সমালোচনা করার অধিকার হচ্ছে জনগণের সহজাত,মৌলিক ও সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধানের ৩৯ (১) অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে ৩৯ (২) (ক) অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দিয়েছে। লেখালেখি ও সমালোচনা করার ক্ষেত্রে সংবিধানের ৩৯ (২) (খ) অনুচ্ছেদে লেখক ও সাংবাদিকদের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এ অধিকার সব সময়ের জন্য–শান্তির সময়, এমন কী মহামারী বা চরম ক্রান্তিকালেও। এই সহজাত অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সমালোচনা শুনে তেড়ে আসলে হবে না বরং সমালোচনার জবাব দেয়া উচিৎ নিজেদেরকে সংশোধন করে অথবা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে অথবা নিজেদের কর্মকাণ্ড ও কর্মতৎপরতার পক্ষে সঠিক তথ্য ও যুক্তি দিয়ে। জোর করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে বা মামলা দিয়ে বা মামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখা বা সমালোচনাকে স্তব্দ করা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই কাম্য হতে পারে না।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন